পরিশোধিত মূলধন বাড়ানোর প্রস্তাবে সম্মতি পায়নি আলহাজ্ব টেক্সটাইল

পরিশোধিত মূলধন বাড়ানোর লক্ষ্যে ঘোষিত স্টক লভ্যাংশে এখনো নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি পায়নি আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড। বিনিয়োগকারীদের উদ্দেশ্যে কোম্পানির অবস্থান স্পষ্ট করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে বস্ত্র খাতের কোম্পানিটি।
তথ্য অনুযায়ী, আলহাজ্ব টেক্সটাইল মিলসের পরিচালনা পর্ষদ ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিশোধিত মূলধন বাড়ানোর লক্ষ্যে শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ জানুয়ারি। কিন্তু, নিয়ম অনুযায়ী বিএসইসির অনুমতি ছাড়া কোনো কোম্পানি স্টক লভ্যাংশ বিতরণ করতে পারে না।
তাই, কোম্পানি স্টক লভ্যাংশ ঘোষণার পর তা শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণের অনুমতি চেয়ে বিএসইসিতে আবেদন করে। কিন্তু, বিএসইসি আলহাজ্ব টেক্সটাইল মিলসের স্টক লভ্যাংশে এখনো পর্যন্ত সম্মতি জানায়নি। বিএসইসির সম্মতি পেলে এই স্টক লভ্যাংশের জন্য একটি নতুন রেকর্ড নির্ধারণ করতে কোম্পানি কর্তৃপক্ষ।
এমএইচ/এমএসএ