খেলাপির দায়ে পরিচালক পদ হারালেন রিক হক সিকদার

রিক হক সিকদার
ঋণ খেলাপি হওয়ায় বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংকের পরিচালক পদ হারিছেন রিক হক সিকদার। কেন্দ্রীয় ব্যাংক থেকে এ বিষয়ে ন্যাশনাল ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে।
সোমবার (২৮ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পরিচালক পদের মেয়াদ বাড়ানোয় সম্মতি দেয়নি বাংলাদেশ ব্যাংক। বিষয়টি জানিয়ে রোববার (২৭ জুন) ন্যাশনাল ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, প্রায় এক দশক ধরে ন্যাশনাল ব্যাংক পরিচালিত হচ্ছে সিকদার পরিবারের কর্তৃত্বে। ব্যাংকটির চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছিলেন জয়নুল হক সিকদার। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি করোনাভাইরাসে সংক্রমিত হয়ে দুবাইয়ে এ শিল্পোদ্যোক্তা মারা যান।
পরে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব নেন জয়নুল হক সিকদারের স্ত্রী মনোয়ারা সিকদার। ব্যাংকটির পরিচালক পদে আছেন এ দম্পতির সন্তান পারভীন হক সিকদার, রিক হক সিকদার ও রন হক সিকদার। এর মধ্যে ঋণ খেলাপি হওয়ায় রিক হক সিকদার ন্যাশনাল ব্যাংক পর্ষদ থেকে বাদ পড়লেন।
এসআই/জেডএস