৪৯৮ কোটি টাকা মুনাফা করে ১৫০ কোটি লভ্যাংশ দেবে ম্যারিকো

বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম নয় মাসের (এপ্রিল-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটি প্রায় ৪৯৮ কোটি টাকা মুনাফা করেছে। এই মুনাফা থেকে আলোচিত সময়ে ৪৭৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ হিসেবে প্রায় ১৫০ কোটি টাকা বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানিটির চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে রোববার (২৫ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে ওষুধ ও রাসায়নিক খাতের কোম্পানিটি।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪৭ টাকা ৫৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছিল ৪৪.৩৪ টাকা। আর আলোচিত ৯ মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৫৮ টাকা ৯ পয়সা। আগের বছরের একই সময়ে যা হয়েছিল ১৪৫ টাকা ৬৫ পয়সা।
২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯২ টাকা ২২ পয়সায়।
এদিকে ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণের জন্য কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর।
এমএমএইচ/জেডএস