৬ মাসে বিএসআরএম ও বিএসআরএম স্টিলসের মুনাফা বেড়েছে

চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রধমার্ধে (জুলাই-ডিসেম্বর) পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেড ও বিএসআরএম স্টিলস লিমিটেডের আয় বেড়েছে। আয় বাড়ার পাশাপাশি আলোচ্য সময়ে তাদের নিট মুনাফাও বেড়েছে।
কোম্পানি দুটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএসআরএম লিমিটেড
চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির আয় হয়েছে ৪ হাজার ৭৬৫ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ হাজার ১৯ কোটি টাকা। সে হিসেবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ১৮ দশমিক ৩৪ শতাংশ। আলোচ্য সময়ে বিএসআরএম লিমিটেডের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২০২ কোটি ৬৮ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২০১ কোটি ১৫ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১ শতাংশ।
জুলাই-ডিসেম্বর প্রান্তিকে বিএসআরএম লিমিটেডের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৭৯ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৬ টাকা ৭৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬৮ টাকা ৫১ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে বিএসআরএম লিমিটেডের ইপিএস হয়েছে ২০ টাকা ৫৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৪ টাকা ৪৮ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬৬ টাকা ৭৯ পয়সায়।
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে বিএসআরএম লিমিটেডের ইপিএস হয়েছে ১৪ টাকা ৪৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯ টাকা ৭৬ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫০ টাকা ৬ পয়সায়।
বিএসআরএম স্টিলস
চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির আয় হয়েছে ৫ হাজার ৯৭৬ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ হাজার ৭২ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ৪৬ দশমিক ৭৮ শতাংশ। আলোচ্য সময়ে বিএসআরএম স্টিলসের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৯৩ কোটি ১২ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৭৫ কোটি ৫৫ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১০ শতাংশ।
জুলাই-ডিসেম্বর প্রান্তিকে বিএসআরএম স্টিলসের ইপিএস হয়েছে ৫ টাকা ১৪ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৪ টাকা ৬৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৯০ টাকা ৪৮ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে বিএসআরএম স্টিলসের ইপিএস হয়েছে ১৩ টাকা ৭৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১০ টাকা ১০ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৯০ টাকা ৫২ পয়সায়।
এমএমএইচ/এসএম