পুনর্মূল্যায়নে এপেক্স ট্যানারির জমির দাম বেড়েছে ৩২৮ কোটি টাকা

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের প্রতিষ্ঠান এপেক্স ট্যানারি লিমিটেডের জমির পুনর্মূল্যায়ন করা হয়েছে। এতে কোম্পানিটির জমির দাম প্রায় ৩২৮ কোটি টাকা বেড়ে ৩৪৫ কোটি টাকা হয়েছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
তথ্য অনুযায়ী, সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় জমি পুনর্মূল্যায়ন সংক্রান্ত এম/এস জি কিবরিয়া অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টেন্সের প্রতিবেদন গ্রহণ ও অনুমোদন করা হয়েছে। গত ৩১ ডিসেম্বর ২০২৫ সময়ের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে এই পুনর্মূল্যায়ন করা হয়েছে।
কোম্পানিটি জানিয়েছে, তাদের জমির পুনর্মূল্যায়ন পূর্ববর্তী মূল্য (বুক ভ্যালু) ছিল ১৬ কোটি ৯৫ লাখ টাকা। পুনর্মূল্যায়ন পরবর্তীতের (বর্তমান বাজারে দাম) যা বেড়ে ৩৪৪ কোটি ৬৩ লাখ টাকা হয়েছে। অর্থাৎ পুনর্মূল্যায়ন পরবর্তীতে কোম্পানির জমির দাম বেড়েছে ৩২৭ কোটি ৬৮ লাখ টাকা।
এর আগে সম্প্রতি কোম্পানিটি পরিবেশগত মানদণ্ড নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক ক্রেতাদের শর্ত পূরণে নিজস্ব কারখানায় অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে
ডিএসইতে প্রকাশিত তথ্য অনুযায়ী, এপেক্স ট্যানারি তাদের কারখানা প্রাঙ্গণেই এই ইটিপি স্থাপন করবে। এর পাশাপাশি একটি ‘ক্রোম রিকভারি প্ল্যান্ট’ এবং একটি ‘সুয়্যারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট’ তৈরি করা হবে। পুরো প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রায় ১২ হাজার থেকে ১৫ হাজার বর্গফুট এলাকা নির্ধারণ করা হয়েছে।
এই আধুনিক বর্জ্য শোধনাগার নির্মাণে আনুমানিক ১২ কোটি টাকা ব্যয় হবে বলে জানিয়েছে কোম্পানিটি। ট্যানারির ‘ওয়েট ব্লু’ পর্যায় থেকে শুরু করে ‘ফিনিশড লেদার’ উৎপাদন পর্যন্ত প্রতিটি ধাপের বর্জ্য শোধন করার সক্ষমতা থাকবে এই প্ল্যান্টটির।
এপেক্স ট্যানারি জানিয়েছে, এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য হলো আন্তর্জাতিক ক্রেতাদের বেঁধে দেওয়া, কঠোর পরিবেশগত মানদণ্ড পূরণ করা এবং দেশের প্রচলিত পরিবেশ আইনের যথাযথ পরিপালন নিশ্চিত করা।
এমএমএইচ/এনএফ