জেনিথ ইসলামী লাইফের প্রিমিয়াম আয়ে বড় প্রবৃদ্ধি, দাবি পরিশোধ প্রায় শতভাগ

২০২৫ সালের ব্যবসায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে শরীয়াহভিত্তিক জীবন বিমা কোম্পানি জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি। আলোচিত হিসাব বছরে কোম্পানিটির প্রিমিয়াম আয় বৃদ্ধি, নতুন ব্যবসা সম্প্রসারণ এবং জীবন বিমা তহবিলে বড় প্রবৃদ্ধি হয়েছে।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে জেনিথ ইসলামী লাইফের ৪৬ কোটি ৯০ লাখ টাকা প্রিমিয়াম আয় করেছে। যেখানে ২০২৪ সালে এই আয় হয়েছিল ৩৩ কোটি ১৮ লাখ টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে কোম্পানির প্রিমিয়াম আয় বেড়েছে ৪০ দশমিক ৭২ শতাংশ।
এদিকে ২০২৫ সালে কোম্পানিটি ২৪ কোটি ১০ লাখ টাকা নতুন প্রিমিয়াম সংগ্রহ করেছে, যা আগের বছরের তুলনায় ৭৮ দশমিক ২৩ শতাংশ বেশি।
কোম্পানিটি ব্যবস্থাপনা ব্যয়ের ক্ষেত্রে আর্থিক শৃঙ্খলা বজায় রেখে অগ্রগতি অর্জন করেছে। ২০২৫ সালে অনুমোদিত ব্যবস্থাপনা ব্যয়ের ওপর অতিরিক্ত ব্যয়ের হার শূন্য দশমিক ৬১ শতাংশ কমাতে সক্ষম হয়েছে। সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির মোট ব্যবস্থাপনা ব্যয় ছিল ৩২ কোটি ১৮ লাখ টাকা।
কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা গ্রাহকের বিমা দাবি পরিশোধে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ২০২৫ সালে কোম্পানিটি উত্থাপিত মোট বিমা দাবির ৯৯ দশমিক ৫৪ শতাংশ পরিশোধ করেছে। আলোচ্য বছরে বিমা কোম্পানিটিতে মোট উত্থাপিত দাবির পরিমাণ ৯ কোটি ৭২ লাখ টাকা। এর মধ্যে কোম্পানিটি পরিশোধ করেছে ৯ কোটি ৬৮ লাখ টাকার বিমা দাবি।
এর আগে ২০২৪ সালে কোম্পানিটির দাবি পরিশোধের হার ছিল ৯৮.১৩ শতাংশ। এক্ষেত্রে কোম্পানিটির বিমা দাবি পরিশোধের হার ২০২৫ সালে ১.৪১ শতাংশ বেড়েছে।
২০২৫ হিসাব বছর শেষে কোম্পানির জীবন বিমা তহবিলেও প্রবৃদ্ধি হয়েছে। আলোচিত হিসাব বছরে কোম্পানির জীবন বিমা তহবিলে ৭ কোটি ৬৭ লাখ টাকা যুক্ত হয়েছে। চলতি বছরে জীবন বিমা তহবিল বৃদ্ধির হার ২৯ দশমিক ৪৭ শতাংশ।
এমএমএইচ/এমজে