অত্যাধুনিক প্যাকেজিং পণ্য নিয়ে ইন্টারন্যাশনাল প্লাস্টিক ফেয়ারে রিমার্ক

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বসেছে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্লাস্টিক মেলা। এই মেলায় বিশ্বমানের অত্যাধুনিক প্রযুক্তির প্যাকেজিং প্রদর্শন করে সবার নজর কেড়েছে রিমার্ক এলএলসি ইউএসএ-এর অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান ‘রিমার্ক সুপার প্যাক’।
দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব আন্তর্জাতিক মানের প্যাকেজিং ও মোল্ড দেখে মুগ্ধ দর্শনার্থী ও উদ্যোক্তারা। এরই মধ্যে মেলায় বিপুল পরিমাণ অর্ডারের পাশাপাশি অনেক কোম্পানির উল্লেখযোগ্য পরিমাণ মোল্ডের অর্ডারও নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।
মেলায় রিমার্কের প্যাভিলিয়ন ঘুরে দেখে ব্যবসায়ীরা জানান, দেশে অত্যাধুনিক প্রযুক্তির এমন প্যাকেজিং দেখে তারা মুগ্ধ। আকর্ষণীয় এসব প্যাকেজিংয়ের জন্য প্রয়োজনীয় মোল্ডও তৈরি করা সম্ভব হওয়ায় রিমার্ক যেন স্বপ্নকে সত্যি করে তুলেছে।
রিমার্কের উপব্যবস্থাপনা পরিচালক সোহেল রানা বলেন, ‘সবশেষ অত্যাধুনিক প্রযুক্তির প্যাকেজিং আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতেই এ মেলায় অংশগ্রহণ করেছে রিমার্ক সুপার প্যাক। প্যাকেজিং নিয়ে দেশি-বিদেশি ব্যবসায়ীদের বিপুল আগ্রহ দেখে আমরা অত্যন্ত আশাবাদী।’
রিমার্কের প্যাকেজিং বিভাগের এডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর প্রকৌশলী সুমন সরকার বলেন, ‘আমরা বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আধুনিক ডিজাইন ও আকর্ষণীয় সব প্যাকেজিং উপস্থাপন করেছি। মেলায় এসে দেশীয় ক্ষুদ্র উদ্যোক্তা থেকে শুরু করে বড় শিল্পপ্রতিষ্ঠানগুলোও রীতিমতো অবাক হয়েছে আমাদের প্রস্তুত করা পণ্য দেখে। এরই মধ্যে আমরা কয়েক শত অর্ডার কনফার্ম করেছি, পাশাপাশি আগ্রহ দেখিয়েছে হাজারের বেশি কোম্পানি ও উদ্যোক্তা।’
প্রতিষ্ঠানটির মোল্ড অ্যান্ড ডাই বিভাগের এডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর মো. আলি রেজা বলেন, ‘আমরা যেসব প্রযুক্তি ও উদ্ভাবনী পণ্য মেলায় প্রদর্শন করেছি, সেগুলো অধিকাংশ অংশগ্রহণকারীর প্রত্যাশার বাইরে ছিল। নিজের পছন্দমতো মোল্ড তৈরির সুবিধা খোদ বাংলাদেশেই আমরা সম্ভব করেছি– এটি অনেকেই বিশ্বাস করতে চাইছিলেন না। কারণ, এসব দেখতে আগে তাদের বিদেশের বিভিন্ন মেলায় অংশ নিতে হতো। আমরা বিভিন্ন কোম্পানির বেশ কিছু মোল্ডের অর্ডার কনফার্ম করেছি। আশা করছি, এই খাতে সর্বোচ্চ মান নিশ্চিত করে আমরা সেবা দিতে পারব।’
মেলায় রিমার্কের স্টলে আসা এরফানুল কবীর নামে এক ক্ষুদ্র উদ্যোক্তা জানান, ‘আমি রীতিমতো আশ্চর্যান্বিত হয়েছি। বিশেষ করে রিমার্কের নিওর, সিওডিল ও অন্যান্য পণ্যের যেসব প্যাকেজিং বাজারে দেখেছি, সেগুলোকে আমি আমদানিকৃত ভেবেছিলাম। কিন্তু দেশেই এই মানের উৎপাদন সম্ভব, সেটি সত্যি আমাদের আশান্বিত করে তুলেছে। এ ধরনের প্যাকেজিংয়ে আমাদের পণ্য রপ্তানিমুখী হওয়া সহজ হবে।’
বিপিজিএমইএ-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কে এম ইকবাল হোসেন বলেন, ‘এখান থেকে বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তি পেতে পারি। বিশেষ করে রিমার্কের প্যাকেজিং খাত যে চমক দেখিয়েছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। আমরা আশা করছি কসমেটিকসসহ অন্যান্য খাতের প্যাকেজিং নিয়ে আমাদের প্লাস্টিক খাতকে আরও এগিয়ে নিয়ে যাবে।’
বিআরইউ
