কনফিডেন্স সিমেন্টের লভ্যাংশ ঘোষণা, বেড়েছে মুনাফা

শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি কনফিডেন্স সিমেন্ট লিমিটেড। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস।
রোববার (১০ জানুয়ারি) কোম্পানিটি পরিচালনা পর্ষদ সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
একই দিন চলতি বছরের প্রথম প্রান্তিকেরও (জুলাই–সেপ্টেম্বর,২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে।
কোম্পানি সচিব দেলোয়ার হোসেন ঢাকা পোস্টকে বলেন, পর্ষদ সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছর এবং চলতি বছরের প্রথম প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৩০ পয়সা।
এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৬ টাকা ৭৬ পয়সা। সে হিসেবে আগের বছরের চেয়ে কোম্পানিটির ইপিএস বেড়েছে ১ টাকা ৫৪ পয়সা। যা শতাংশের হিসেবে ২৩ শতাংশ। তাই পর্ষদ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
একই সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৬৬ টাকা ৭৩ পয়সা। এর আগের বছর ছিল ৬৮ টাকা ৫১ পয়সা।
বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১০ দশমিক ৮৭ টাকা। এর আগের বছর ছিল ৩৪ পয়সা। অর্থাৎ এনওসিএফপিএস বেড়েছে সাড়ে ৯ টাকা।
নিয়ম অনুসারে ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ ফেব্রুয়ারি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ জানুয়ারি।
এদিকে একই সভায় চলতি বছরের প্রথম প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর,২০) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রান্তিকে কোম্পানির মুনাফা হয়েছে ২৮ কোটি ৯০ লাখ ৪৬ হাজার টাকা। এর আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১৬ কোটি ২৫ লাখ ৩৪ হাজার ৯২৭ টাকা।
এর ফলে বিদায়ী প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮৮ পয়সা।
গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৫১ পয়সা। যা গত বছরের একই সময়ের ১টাকা ৩৯ পয়সা বেশি।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ৭০ টাকা ৬৫ পয়সা।
লভ্যাংশ এবং প্রথম প্রান্তিক প্রকাশের ঘোষণাকে কেন্দ্র করে রোববার ১৯৯৫ সালে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৩ টাকা ৫০ পয়সা। এদিন কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ১২৯ টাকা ৬০ পয়সা।
এমআই/এনএফ