অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দেবে ম্যারিকো

তিন মাসের আয় থেকে শেয়ারহোল্ডারদের ২০০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। কোম্পানির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (এপ্রিল-২১ থেকে জুন-২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যলোাচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ।
কোম্পানির সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির তথ্য মতে, কোম্পানিটি প্রথম প্রান্তিকে ম্যারিকোর শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩৪ টাকা ২৯ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ৩১ টাকা ৬৪ পয়সা। অর্থাৎ আয় বেড়েছে। সেখান থেকে শেয়ারহোল্ডারদের জন্য ২০০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে কোম্পানিটির পর্ষদ।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের দেওয়ার জন্য কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ আগস্ট। এর আগের বছর অর্থাৎ এপ্রিল ২০২০ থেকে ৩১ মার্চ ২০২১ সালের শেয়ারহোল্ডারদের ৯০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। কোম্পানিটির শেয়ার সংখ্যা ৩ কোটি ১৫ লাখ।
২০০৯ সালে তালিকাভুক্ত কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকের হাতে রয়েছে কোম্পানির ৯০ শতাংশ শেয়ার, বাকি ১০ শতাংশের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৫ দশমিব ৩৪ শতাংশ, বিদেশিদের হাতে রয়েছে ২ দশমকি ৬৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে মাত্র ২ শতাংশ শেয়ার।
এদিকে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (২৬ জুলাই) ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে।
ম্যারিকো বাংলাদেশের পরিচালনা পর্ষদের সভাপতি সাওগাতা গুপ্তা সভায় সভাপতিত্ব করেন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আশীষ গোপাল, স্বতন্ত্র পরিচালক পারভিন মাহমুদ (অডিট কমিটির চেয়ারপারসন), স্বতন্ত্র পরিচালক জাকির আহমেদ খান (নোমিনেশন ও রেমুনেরাশন কমিটির চেয়ারপারসন), পরিচালক সঞ্জয় মিশ্র এবং পবন আগারওয়ালসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা এজিএমে অংশ নেন।
সাওগাতা গুপ্তা তার বক্তব্যে বলেন, ‘শুল্ক দেওয়ার পর প্রতিষ্ঠানের মোট লাভ হয়েছে ৩১১ কোটি টাকা এবং টপলাইন ছিল ১ হাজার ১৩১ কোটি টাকা। এজন্য প্রতি শেয়ারে আয় হয় (ইপিএস) ৯৮ দশমিক ৬৯ টাকা। এছাড়া গত অর্থবছরে ম্যারিকো বাংলাদেশ, কর, ভ্যাট এবং রাষ্ট্রীয় রাজস্ব মিলিয়ে প্রায় ৪০৮ কোটি টাকা দিয়েছে।’
এমআই/এসএম