৬ কর কমিশনার পদে পদোন্নতি ও বদলি

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৯ আগস্ট ২০২১, ০৮:৫২ পিএম


৬ কর কমিশনার পদে পদোন্নতি ও বদলি

আয়কর বিভাগের দুই কর কমিশনার পদে রদবদল ও চার অতিরিক্ত কর কমিশনারকে পদোন্নতি দিয়ে কমিশনার হিসাবে বদলি করেছে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর)।

সোমবার (৯ আগস্ট) এনবিআরের প্রথম সচিব (কর প্রশাসন) মো. শাহিদুজ্জামানের সই করা আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিষ্ঠানটির পরিচালক (জনসংযোগ) কর্মকর্তা সৈয়দ এ মু’মেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আদেশ সূত্রে জানা গেছে, বগুড়া কর অঞ্চলের কর কমিশনার স্বপন কুমার রায়কে ঢাকার কর অঞ্চল-১১ এবং কর অঞ্চল-৯ এর কর কমিশনার রওনক আফরোজকে কর আপিল অঞ্চল-২ এ বদলি করা হয়েছে।

অন্যদিকে চট্টগ্রামের কর অঞ্চল-২ এর অতিরিক্ত কর কমিশনার মোছা. সাফিনা জাহানকে পদোন্নতি দিয়ে কুমিল্লা কর অঞ্চলের কর কমিশনার, ঢাকার কর পরিদর্শন পরিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মঞ্জুমান আরা বেগমকে পদোন্নতি দিয়ে চট্টগ্রাম কর আপিল অঞ্চলের কর কমিশনার, ঢাকার কর অঞ্চল-১ এর অতিরিক্ত কর কমিশনার রাসেল চাকমাকে পদোন্নতি দিয়ে বগুড়ার কর কমিশনার এবং ঢাকা কর অঞ্চল-৫ এর অতিরিক্ত কমিশনার আহসান হাবিবকে পদোন্নতি দিয়ে রাজশাহী কর আপিলের কর কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। 

আরএম/এসএসএইচ

Link copied