মার্কেন্টাইল ইনস্যুরেন্সের শেয়ার বিক্রি করছেন উদ্যোক্তা-পরিচালক

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৯ আগস্ট ২০২১, ১২:০০ পিএম


মার্কেন্টাইল ইনস্যুরেন্সের শেয়ার বিক্রি করছেন উদ্যোক্তা-পরিচালক

নিজেদের হাতে থাকা কোম্পানির ১০ লাখ শেয়ার বিক্রি করবেন পুঁজিবাজারের তালিকাভুক্ত মার্কেন্টাইল ইনস্যুরেন্স লিমিটেডের দুই উদ্যোক্তা ও পরিচালক। এরা হচ্ছেন- মাহাতাব উদ্দিন চৌধুরী ও সৈয়দ নুর আলম।

বৃহস্পতিবার (১৯আগস্ট) দেশের প্রধান পুঁজিবাাজর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, মার্কেন্টাইল ইনস্যুরেন্সের দুই উদ্যোক্তা-পরিচালক মাহাতাবউদ্দিন চৌধুরীর তার কাছে থাকা কোম্পানির ৮ লাখ ৯৮ হাজার ৫০৯টি শেয়ার এবং উদ্যোক্তা সৈয়দ নুর আলমের কাছে থাকা ১ লাখ ২৩ হাজার ২০০টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। তারা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণা করা শেয়ার বিক্রি শেষ করবেন।

২০০৪ সালে তালিকাভুক্ত কোম্পানিটির মোট ৪ কোটি ৩০ লাখ ৯৫ হাজার ৩৬০টি শেয়ার রয়েছে। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে বর্তমানে রয়েছে ৪৩ দশমিক ১৯ শতাংশ শেয়ার। সেখান থেকে দুই পরিচালক হাতে থাকা সব শেয়ার বিক্রি করে দিচ্ছেন। বাকি শেয়ারের মধ্যে ৯ দশমিক ৯৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং সাধারণ বিনিয়োগকারীদের ৫৫ দশমিক ৮২ শতাংশ।

কোম্পানিটি সর্বশেষ বছর শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। কোম্পানিটির শেয়ার বুধবার সর্বশেষ বিক্রি হয়েছে ৫৫ টাকায়। বৃহস্পতিবার সকাল ১১টায় সর্বশেষ বিক্রি হয়েছে ৫৭ টাকায়।

এমআই/এমএইচএস

Link copied