সি পার্ল বিচ রিসোর্টের লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের জন্য নামমাত্র এক শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডে। এ বছরের ৩০ জুন পর্যন্ত নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটির পর্ষদ।
এর আগের বছরও প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের এক শতাংশ লভ্যাংশ দিয়েছিল। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির তথ্য মতে, রোববার (২২ আগস্ট) বিকেলে কোম্পানির পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। সভায় আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখায় যায় যে, বিদায়ী বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬১ পয়সা।
সেখান থেকে শেয়ারহোল্ডারদের জন্য শেয়ার প্রতি ১০ পয়সা অর্থাৎ ১ লভ্যাংশ নগদ ঘোষণা করেছে। আর ২০২১ সালের ৩০ জুন শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৬৩ পয়সা।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করেছে আগামী ১৩ নভেম্বর। তার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ সেপ্টেম্বর।
২০১৯ সালে তালিকাভুক্ত কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ১২ কোটি ৭ লাখ ৫০ হাজার। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে কোম্পানির ৪৬ দশমিক ৮৩ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২৯ দশমিক ২৫ শতাংশ আর সাধারণ বিনিয়োগকারীদের ২৩ দশমিক ৯২ শতাংশ।
এমআই/ওএফ