আরও লভ্যাংশ ঘোষণা করল এক্সপ্রেস ইনস্যুরেন্স

শেয়ারহোল্ডারদের জন্য আরও দুই শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে শেয়ার বাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান এক্সপ্রেস ইনস্যুরেন্স লিমিটেড। এ নিয়ে ২০২০ সালে মোট সাত শতাংশ লভ্যাংশ ঘোষণা করল কোম্পানিটি।
রোববার (২৯ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ডিএসইর তথ্য মতে, ২০২০ সালের ৩১ ডিসেম্বর কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য আরও ২ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে বিদায়ী বছরে অন্তর্বর্তীকালীন সময়ে ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল পর্ষদ। সব মিলিয়ে মোট সাত শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করল শেয়ারহোল্ডারদের জন্য।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ১২ ডিসেম্বর। তার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ অক্টোবর।
বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে এক টাকা ৬৪ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৯ টাকা।
এমআই/এমএইচএস