প্রাইম ব্যাংক ও ইউএসএআইডির চুক্তি

যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) অর্থায়নে পরিচালিত ফিড দ্য ফিউচার বাংলাদেশ, হর্টিকালচার, ফ্রুটস অ্যান্ড নন-ফুড ক্রপসের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক লিমিটেড। এতে প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে তাত্ক্ষণিকভাবে অর্থায়ন সুবিধা পাবে।
প্রাইম ব্যাংকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হর্টিকালচার অ্যাকটিভিটি বাংলাদেশ সরকারের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনসহ বেসরকারি খাতের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং মানসম্পন্ন হর্টিকালচার, ফল ও নন-ফুড ক্রপস উৎপাদন বৃদ্ধি করে; যা দেশীয় ও আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখে।
এ অংশীদারিত্বের উদ্দেশ্য হলো, প্রান্তিক কৃষক ও খুচরা বিক্রেতাদের জন্য ফসল মাড়াইভিত্তিক ঋণ প্রদান এবং স্বয়ংক্রিয়ভাবে আবেদন ও প্রক্রিয়াকরণের সময়কালকে সংক্ষিপ্ত করার জন্য একটি ডিজিটাল অ্যাপ্লিকেশন ও তাত্ক্ষণিক যোগ্যতাসম্পন্ন স্ক্রিনিং সিস্টেম চালু করা।
হর্টিকালচার অ্যাকটিভিটির চিফ অব পার্টি মার্কোস মরেনো বলেন, এ ধরনের উদ্ভাবনী উদ্যোগে অংশ নিতে পেরে আমরা খুবই উচ্ছ্বসিত। আমরা প্রাইম ব্যাংকের ইনোভেটিভ সলিউশন কার্যক্রমের পাশে থাকতে পেরে উৎসাহিত। এটি ব্যাংকিং সেবার আওতার বাইরে থাকা হাজার হাজার জনগোষ্ঠী এবং সুবিধাবঞ্চিত গ্রামীণ নারী ও পুরুষদের হর্টিকালচারাল শস্য উৎপাদনে সহায়তা করতে কাজ করে যাবে।
প্রাইম ব্যাংকের এমডি ও সিইও হাসান ও. রশীদ বলেন, উন্নয়ন সহযোগী ইউএসএআইডির অংশীদারিত্ব করতে পেরে আমরা উচ্ছ্বসিত। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে বৃহত্তর আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে প্রাইম ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের অংশীদারিত্ব আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে আমাদের লক্ষ্য অর্জনে সহায়ক হবে।
এসআই/জেডএস