ইউনিয়ন ব্যাংকের আইপিওর অনুমোদন

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ইউনিয়ন ব্যাংক লিমিটেড। কোম্পানিটি পুঁজিবাজার থেকে ৪২৮ কোটি টাকা সংগ্রহ করবে।
রোববার (৫ সেপ্টেম্বর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৯তম সভায় কোম্পানিটির আইপিওর অনুমোদন দেওয়া হয়।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউলি করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আইপিওর মাধ্যমে কোম্পানিটি ১০ টাকা ইস্যু মূল্যের ৪২ কোটি ৮০ লাখ সাধারণ শেয়ার বিক্রি করে ৪২৮ কোটি টাকা সংগ্রহ করবে। সংগৃহীত অর্থ দিয়ে কোম্পানিটি এসএমই ও প্রজেক্ট অর্থায়ন, সরকারি সিকিউরিটি ক্রয়, পুঁজিবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ পরিচালনা করবে।
২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৭ পয়সা। আর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ৩৮ টাকা।
কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে প্রাইম ব্যাংক ফাইন্যান্স ইনভেস্টমেন্ট ও ব্রাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড।
এমআই/জেডএস