আধা ঘণ্টায় পুঁজিবাজারে লেনদেন পৌনে ৩শ কোটি টাকা

খাদ্য ও আনুষঙ্গিক, ঔষধ, প্রকৌশল এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মাধ্যমে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সোমবার (২৭ সেপ্টেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। তবে এ সময়ে আগের দিনের মতোই কমেছে ব্যাংক ও আর্থিক খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।
তাতে লেনদেনের প্রথম আধা ঘণ্টা (সকাল ১০টা থেকে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ২৬ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৮৪ পয়েন্ট বেড়েছে।
ডিএসইর তথ্য মতে, সোমবার লেনদেনের প্রথম ৩০ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৬ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ৭ হাজার ২৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৭ দশমিক ২৪ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ১৩ দশমিক ৭৫ পয়েন্ট বেড়েছে।
এ সময় ডিএসইতে ৩৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২০৫টির, কমেছে ৮৪টির আর অপরিবর্তিত রয়েছে ৫৯টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭৮ কোটি ৪১ লাখ ৪১ হাজার টাকার শেয়ার।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৮৪ পয়েন্ট বেড়ে ২১ হাজার ২০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময় লেনদেন হয়েছে ৩ কোটি ৬৯ লাখ ৩২ হাজার টাকা। লেনদেন হওয়া ১০১ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৯টির, কমেছে ১৯টির আর অপরিবর্তিত রয়েছে তিনটি কোম্পানির শেয়ারের দাম।
এমআই/এসএসএইচ