১২ কোটি টাকা লভ্যাংশ দেবে ইনডেক্স অ্যাগ্রো

শেয়ারহোল্ডারদের প্রায় ১২ কোটি টাকা লভ্যাংশ দেবে চলতি বছর পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।
কোম্পানির তথ্য মতে, চলতি বছর তালিকাভুক্ত হওয়া ইনডেক্স অ্যাগ্রো বিবিধ খাতের কোম্পানিটি ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত প্রকৃত মুনাফা করেছে ২৩ কোটি ২৫ লাখ আট হাজার টাকা। সেই টাকা থেকে চার কোটি ৭২ লাখ ৫৩ হাজার ৬৪৯ শেয়ারহোল্ডারদের দুই টাকা ৫০ পয়সা করে মোট ১১ কোটি ৮১ লাখ ৩৪ হাজার ১২২ টাকা মুনাফা দেবে।
এ বিষয়ে কোম্পানির সচিব আবু জাফর আলী ঢাকা পোস্টকে বলেন, বৃহস্পতিবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানির সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ শেয়ারপ্রতি বিনিয়োগকারীদের দুই টাকা ৫০ পয়সা করে লভ্যাংশ দেওয়া হবে।
ঘোষিত লভ্যাংশ শেয়াহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) নির্ধারণ করা হয়েছে ৯ ডিসেম্বর। ওই দিন ডিজিটাল প্ল্যাটফর্মে সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১১ অক্টোবর।
কোম্পানির তথ্য মতে, গত অর্থবছরে বিবিধ খাতের কোম্পানিটির প্রকৃত মুনাফা হয়েছে ২৩ কোটি ২৫ লাখ আট হাজার টাকা। আর তাতে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে পাঁচ টাকা ৬৩ পয়সা। এর আগের অর্থবছরে একই সময় কোম্পানিটির প্রকৃত মুনাফা হয় ২৬ কোটি ৪৪ লাখ আট হাজার টাকা। তখন ইপিএস দাঁড়ায় দুই টাকা তিন পয়সা। সে হিসেবে গত অর্থবছরে এর আগের অর্থবছরের তুলনা মুনাফা কমেছে।
বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ৫৮ টাকা ২৭ পয়সা। আগের বছরের একই সময় তা ছিল ৫১ টাকা ৮১ পয়সা।
এমআই/আরএইচ