রাকাবের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মো. আসাদুজ্জামান যোগদান করেছেন। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে রাকাবে নিয়োগ দেওয়া হয়। গত রোববার (৭ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
এর আগে মো. আসাদুজ্জামান জনতা ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়ের রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনে মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। পদন্নোতি পেয়ে তিনি রাকাবে যোগদান করেন।
তিনি ১৯৮৯ সালে পল্লী ঋণ কর্মকর্তা হিসেবে জনতা ব্যাংকে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। জনতা ব্যাংকে চাকরিরত অবস্থায় তিনি ব্যাংকের একাধিক আঞ্চলিক অফিস, এরিয়া অফিস, বিভাগীয় অফিস ও প্রধান কার্যালয়সহ শাখা ব্যবস্থাপক ও এরিয়া প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
ফেরদৌস সিদ্দিকী/এসকেডি