ফেসবুক-গুগলের ভ্যাট আদায়ের তথ্য কাস্টমসে দেওয়ার নির্দেশ

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১০ নভেম্বর ২০২১, ০৭:২৫ পিএম


ফেসবুক-গুগলের ভ্যাট আদায়ের তথ্য কাস্টমসে দেওয়ার নির্দেশ

গুগল, ফেসবুক, অ্যামাজন ও এ ধরনের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান থেকে আদায় করা ভ্যাট বা মূসক বিবরণীর তথ্য কাস্টমস অফিসে পাঠাতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে অনুমোদিত ব্যাংকগুলোতে পাঠিয়েছে।

এতে বলা হয়েছে, ফেসবুক, গুগল ও অ্যামাজন এবং এ ধরনের অনিবাসী ব্যক্তি কর্তৃক প্রদত্ত সেবার বিপরীতে সাধারণ প্রাধিকারের আওতায় কিংবা বাংলাদেশ ব্যাংকের বিশেষ অনুমতি সাপেক্ষে বিদেশে প্রেরিত রেমিটেন্সের ওপর উৎসে কর্তিত মূসকের হিসাব বিবরণী অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয়ের মাধ্যমে পরবর্তী মাসের সাত দিনের মধ্যে সদস্য (মূসক), জাতীয় রাজস্ব বোর্ড ও সংশ্লিষ্ট মূসক এজেন্ট বরাবর প্রেরণ করার জন্য পরামর্শ দেওয়া হলো।   

সার্কুলারে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী মূসকের নির্ধারিত হিসাব বিবরণী সদস্য (মূসক নীতি), রাজস্ব বোর্ডের পরিবর্তে কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা (দক্ষিণ), আইডিইবি ভবন, কাকরাইল বরাবর পাঠানোর পরামর্শ দেওয়া হলো।   

এসআই/আরএইচ

Link copied