ইসলামিক উইংয়ের শরিআহ সুপারভাইজরি কমিটি গঠিত

বাংলাদেশ ফাইন্যান্স ইসলামিক উইংয়ের শরিআহ সুপারভাইজরি কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর দিলকুশায় বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ২৪৮তম পর্ষদ সভায় এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
শরিআহ সুপারভাইজরি কমিটিতে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ড. মো. গিয়াসউদ্দিন তালুকদার। তিনি বাংলাদেশ ব্যাংকের শরিআহ অ্যাডভাইজরি কমিটিরও সদস্য। এছাড়া গিয়াসউদ্দিন তালুকদার বাংলাদেশের ইসলামি ব্যাংকগুলোর কেন্দ্রীয় শরিআহ বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
এই কমিটির সদস্য হিসেবে আছেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আবদুল আউয়াল সরকার, ইসলামি অর্থনীতিবিদ ড. জুবায়ের মো. এহসানুল হক, শরিআহ বিশেষজ্ঞ ড. মো. রুহুল আমীন রাব্বানী, বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ, হেড অব ইসলামিক ফাইন্যান্সিং (চলতি দায়িত্বে) মোহাম্মদ জহির উদ্দিন, ইসলামিক উইংয়ের হেড অব প্রোডাক্ট ও সদস্য সচিব মো. আবু ইউসুফ।
বাংলাদেশ ফাইন্যান্স ইসলামিক উইংয়ের শরিআহ সুপারভাইজরির নবগঠিত কমিটি আগামী ৩ বছর দায়িত্ব পালন করবে। এই কমিটির তত্ত্বাবধানে বাংলাদেশ ফাইন্যান্স লি. দেশব্যাপী ৭টি শাখার মাধ্যমে উদ্ভাবনী ইসলামিক ফাইন্যান্সিং প্রডাক্টস ও সার্ভিস নিয়ে শিগগির বাংলাদেশে যাত্রা শুরু করবে।
এমএইচএন/এমএইচএস