ইউনিয়ন ইনস্যুরেন্সের লেনদেন শুরু রোববার

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় বিমা খাতের কোম্পানি ইউনিয়ন ইনস্যুরেন্স লিমিটেডের লেনদেন শুরু হবে ১৬ জানুয়ারি (রোববার)। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ‘এন’ ক্যাটাগরিতে সকাল ১০টায় লেনদেন শুরু হবে কোম্পানিটির শেয়ারের।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসইর জিডিএম শফিকুর রহমান। তিনি বলেন, আইপিওর সব কার্যক্রম শেষ করায় নিয়ম অনুসারে ইউনিয়ন ইনস্যুরেন্সের লেনদেন শুরুর দিন নির্ধারণ করা হয়েছে আগামী রোববার।
ডিএসইর তথ্য মতে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদনক্রমে আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে ১ কোটি ৯৩ লাখ ৬০ হজার ৯০৪টি শেয়ার ছেড়ে ১৯ কোটি ৩৬ লাখ ৯ হাজার ৪০ টাকা উত্তোলন করেছে ইউনিয়ন ইনস্যুরেন্স। কোম্পানিটির আইপিওর শেয়ার পেতে ১ হাজার ৫৯৩ শতাংশ বেশি সাধারণ বিনিয়োগকারী তাদের আবেদন জমা দিয়েছেন।
আইপিওতে আবেদনকারীদের বরাদ্দ করা শেয়ার বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে জমা দেওয়া হয়েছে গত ১০ জানুয়ারি (সোমবার)। আইপিওতে বিনিয়োগকারীদের আবেদন পেতে গত ১৫ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর সময় নির্ধারণ করে কোম্পানিটি। উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি ফিক্সড ডিপোজিট, পুঁজিবাজারে বিনিয়োগ, ফ্লোর ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।
কোম্পানিটির ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর অনুযায়ী নিরীক্ষিত আর্থিক বিবরণী ছাড়া শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৬ দশমিক ০২ টাকা (সম্পদ পনঃমূল্যায়নসহ) এবং শেয়ার প্রতি মুনাফা হয়েছে (ইপিএস) দশমিক ৯৩ টাকা। আইপিওতে কোম্পানিটি ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট।
গত ২৩ জুন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন দেয়।
এমআই/জেডএস