ব্র্যাক ব্যাংক ও এমবিএল অ্যাসেট ম্যানেজমেন্টের মধ্যে চুক্তি

Dhaka Post Desk

ঢাকা পোস্ট ডেস্ক

০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৪৫ এএম


ব্র্যাক ব্যাংক ও এমবিএল অ্যাসেট ম্যানেজমেন্টের মধ্যে চুক্তি

ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং এমবিএল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড একটি কাস্টোডিয়াল সার্ভিস চুক্তি স্বাক্ষর করেছে।  

এ চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংক নতুন ওপেন-এন্ডেড মিউচুয়াল ফান্ড ‘মার্কেন্টাইল ব্যাংক ইউনিট ফান্ড’ পরিচালনার জন্য এমবিএল অ্যাসেট ম্যানেজমেন্টকে কাস্টোডিয়াল সার্ভিস প্রদান করবে। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত রোববার (৬ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রিফাত উল্লাহ খান এবং এমবিএল অ্যাসেট ম্যানেজমেন্টের চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ সামির উদ্দীন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

ব্র্যাক ব্যাংকের হেড অব ট্রানজেকশন ব্যাংকিং মো. জাবেদুল আলম ও অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার মো. আজমল হাসান জাহিদ এবং এমবিএল অ্যাসেট ম্যানেজমেন্টের কম্প্লায়েন্স অফিসার মাসুম আহমেদ এবং দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

এসকেডি

Link copied