বিইউপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক খোন্দকার মোকাদ্দেম

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন।
এর আগে গত বছরের ৭ ডিসেম্বর থেকে তিনি বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্যের দায়িত্ব পালন করে আসছেন।
মঙ্গলবার (১৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. মাহমুদুল আলম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস আইন, ২০০৯ এর ১১ (১) ধারা অনুযায়ী ২০২০ সালের ২৮ ডিসেম্বর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উপাচার্য পদে নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিএ-৩১১৫ মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান, এসজিপি, এসইউপি, এনডিসি, পিএসসি-কে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের অনুমতি প্রদান করা হলো।
এতে আরও বলা হয়েছে, আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী পরবর্তী উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত উক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন উপাচার্যের দায়িত্ব পালন করবেন।
এএজে/এমএইচএস