মেডিকেলে প্রথম সুমাইয়ার কৃতিত্বের দাবিদার ৩ কোচিং সেন্টার

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

০৫ এপ্রিল ২০২২, ০৩:১৫ পিএম


মেডিকেলে প্রথম সুমাইয়ার কৃতিত্বের দাবিদার ৩ কোচিং সেন্টার

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন সুমাইয়া মোসলেম মীম। তিনি খুলনা মেডিকেল কলেজে পরীক্ষা দিয়েছিলেন।

এদিকে প্রথম হওয়া সুমাইয়াকে নিজেদের শিক্ষার্থী বলে দাবি করেছে তিন কোচিং সেন্টার। রেটিনা, মেডিকো এবং উন্মেষ তাদের কোচিং সেন্টারের ফেসবুক পেজ থেকে সুমাইয়াকে নিজেদের শিক্ষার্থী বলে দাবি করেছে।

সুমাইয়ার ছবিযুক্ত রেটিনা কোচিং সেন্টারের ভর্তি ফরমের ছবি দিয়ে প্রতিষ্ঠানটি এক ফেসবুক পোস্টে বলে, আলহামদুলিল্লাহ। সুমাইয়া মোসলেম মিম। মেডিকেল মেধাস্থান: ১ম।

মেডিকোর ফেসবুক পোস্টে বলা হয়, অভিনন্দন! মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২১-২২। সুমাইয়া মোসলেম মীম। জাতীয় মেধায় ১ম স্থান মেডিকো রোল ২১০০০৯০৬। এছাড়াও চ্যান্সপ্রাপ্ত সকলকে শুভকামনা।

অন্যদিকে উন্মেষের ফেসবুক পেজের পোস্টেও সুমাইয়াকে নিজেদের শিক্ষার্থী বলে দাবি করা হয়েছে।

ওই পোস্টে বলা হয়, আলহামদুলিল্লাহ এ বছর (২০২১-২২ শিক্ষাবর্ষ) মেডিকেল ভর্তি পরীক্ষায় ১ম স্থান অধিকার করেছে উন্মেষের কৃতী শিক্ষার্থী গভ. এম এম সিটি কলেজ, খুলনা -এর সুমাইয়া মোসলেম মিম। উন্মেষ রোল ৯৬২১০৭০৩৫০৯। চান্সপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে উন্মেষ পরিবারের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন।

সুমাইয়া মোসলেম মীমকে তিন কোচিং সেন্টারের শিক্ষার্থী দাবি করায় প্রশ্ন তুলেছেন ফেসবুক ব্যবহারকারীরা। সাইমন মোরশেদ রিয়াদ নামের একজন ফেসবুকে লিখেন, মিম তুমি কার?? কার টা সত্য!!

এসএইচআর/এমএইচএস

Link copied