চুয়েটের সব পরীক্ষা স্থগিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সব পরীক্ষা আগামী ২৪ মে পর্যন্ত স্থগিত করা হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ফারুক উজ জামান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২২ ফেব্রুয়ারি নেওয়া সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৪ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের পরীক্ষা না নেওয়ার নির্দেশনা রয়েছে।
এর পরিপ্রেক্ষিতে বুধবার উপাচার্যর সভাপতিত্বে সব ডিন, বিভাগীয় প্রধান এবং রেজিস্ট্রারের সমন্বয়ে অনুষ্ঠিত সভার আলোচনা সাপেক্ষে সমাপনী বর্ষের (শিক্ষাবর্ষ ২০১৮-১৯) চলমান পরীক্ষাগুলো স্থগিত ঘোষণা করা হয়েছে।
হল না খোলার শর্তে চুয়েটে চূড়ান্ত পরীক্ষা সূচি ঘোষণা করা হয়েছিল।
কেএম/জেডএস