জুনিয়র বৃত্তি : ২০ পরীক্ষার্থীর জন্য একজন পরিদর্শক, ৩ ফুট দূরত্বে আসন

২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও প্রশ্নফাঁসমুক্তভাবে সম্পন্ন করতে পরীক্ষা কেন্দ্রগুলোতে কড়া শৃঙ্খলা আরোপ করেছে শিক্ষা বোর্ড। নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিটি পরীক্ষা কক্ষে প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন করে কক্ষ পরিদর্শক নিয়োজিত থাকবেন এবং পরীক্ষার্থীদের আসন ব্যবস্থা করতে হবে কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রেখে। পাশাপাশি পরীক্ষা শুরুর আগেই কেন্দ্র ব্যবস্থাপনা, প্রশ্নপত্রের নিরাপত্তা ও নজরদারি জোরদারের ওপর গুরুত্ব দিয়েছে কর্তৃপক্ষ।
রোববার (১৪ ডিসেম্বর) বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত কেন্দ্রসচিবদের জন্য জরুরি নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ওই নির্দেশনায় বলা হয়েছে, জুনিয়র বৃত্তি পরীক্ষা সকাল ১০টায় শুরু হবে। বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে পূর্ণমান ১০০ করে সময় থাকবে তিন ঘণ্টা। বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা ৫০+৫০ নম্বরে অনুষ্ঠিত হবে, প্রতিটি বিষয়ের জন্য সময় ১ ঘণ্টা ৩০ মিনিট করে, মোট তিন ঘণ্টা। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ নিশ্চিত করতে হবে।
প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে পরীক্ষা শুরুর সাত দিন আগে ট্রেজারি বা থানা লকারে সংরক্ষিত প্রশ্নপত্রের প্যাকেট যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় সংশ্লিষ্ট ট্রেজারি কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কেন্দ্রসচিব ও পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিত থাকা বাধ্যতামূলক। প্রশ্নপত্র দুই সেটে তারিখ ও সেটভিত্তিক আলাদা করে সিকিউরিটি খামে প্যাকেট করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়, পরীক্ষার দিন ট্রেজারি থেকে পুলিশের প্রহরায় প্রশ্নপত্র কেন্দ্রে আনতে হবে। বোর্ড থেকে এসএমএসের মাধ্যমে যে সেট ব্যবহারের নির্দেশ দেওয়া হবে, কেবল সেই সেটই খোলা যাবে। অব্যবহৃত প্রশ্নপত্রের সিকিউরিটি খাম অক্ষত অবস্থায় উপজেলা কমিটির মাধ্যমে জেলা কমিটির কাছে জমা দিতে হবে। পরীক্ষা কেন্দ্রে কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন করতে পারবেন না। কেন্দ্রসচিব ছবি তোলা যায় না—এমন সাধারণ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। পরীক্ষাকালীন সময়ে কেন্দ্র সংশ্লিষ্ট বিদ্যালয়ের নিয়মিত ক্লাস বন্ধ রাখতে হবে এবং অনলাইনে তথ্য প্রদানের ক্ষেত্রেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রকাশিত সংশোধিত সময়সূচি অনুযায়ী, জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে ২৮ ডিসেম্বর এবং শেষ হবে ৩১ ডিসেম্বর ২০২৫। নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণ এবং উত্তরপত্র নির্দিষ্ট বিধি মেনে প্যাকেট করে উপজেলা কমিটির কাছে সিলগালা অবস্থায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরএইচটি/জেডএস