কামিল পরীক্ষার ফল প্রকাশ

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৮ ফেব্রুয়ারি ২০২১, ০৪:১১ পিএম


কামিল পরীক্ষার ফল প্রকাশ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল (স্নাতকোত্তর) প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষা-২০১৯ এর ফল প্রকাশ করা হয়েছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ দুপুর ১টায় আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন। পরীক্ষার ফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে সারা দেশের কামিল (স্নাতকোত্তর) প্রথম পর্বে ৪৭ হাজার ৪০৮ জন ও দ্বিতীয় পর্বে ২৩ হাজার ৪২১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রথম পর্বে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ৪৫ হাজার ৩৮৯ জন, পাসের হার ৯৫ দশমিক ৭৪ শতাংশ। ২য় পর্বে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ২২ হাজার ৮৩০ জন, পাসের হার ৯৭ দশমিক ৪৮ শতাংশ। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭০ হাজার ৮২৯ জন।

উত্তীর্ণদের ধন্যবাদ জানিয়ে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ বলেন, সবাইকে স্ব-স্ব ক্ষেত্রে মেধা ও যোগ্যতার মাধ্যমে বিশ্ববিদ্যালয় তথা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য কাজ করতে হবে।

ফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার জনাব এস.এম. এহসান কবীর, রেজিস্ট্রার জনাব এ. এস. মাহমুদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস. এম. গাউসুল আজম, উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ড. মো. রফিক আল মামুন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব), জনাব মো. জিয়াউর রহমান সহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

এনএম/আরএইচ

Link copied