শিক্ষার মানোন্নয়ন
‘দক্ষিণ এশিয়ার দেশগুলোকে অভিন্ন প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে’

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে শিক্ষার মানোন্নয়ন, সিলেবাস প্রণয়ন, প্রযুক্তিগত কাঠামো তৈরি এবং কনটেন্ট নির্মাণে সমন্বিতভাবে কাজ করতে হবে। এজন্য একটি অভিন্ন প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে ভারতের বেঙ্গালুরে ‘এশিয়ান সামিট অন এডুকেশন অ্যান্ড স্কিলস’ (এএসইস) ২০২২-এর বার্ষিক অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেওয়ার সময় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এ অঞ্চলে (দক্ষিণ এশিয়া) মানসম্মত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে বিনিয়োগ বাড়াতে হবে। এজন্য দেশগুলো একটি শিক্ষা সহায়তা ফান্ড গড়ে তুলতে পারে। পাশাপাশি জাতিসংঘকে এ অঞ্চলে শিক্ষা প্রসারে আরও নিবিড়ভাবে কাজ করতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার শিশুরা বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনজনিত সংকটে সবচেয়ে ক্ষতিগ্রস্ত। বিপুল সংখ্যক শিক্ষার্থীর বাসস্থান ও শিক্ষাপ্রতিষ্ঠান পানির নিচে তলিয়ে যাওয়ায় তারা বাস্তুচ্যুত ও শিক্ষা বঞ্চিত হচ্ছে। নিঃস্ব পরিবারের সহায়তায় শিক্ষার্থীকে ক্লাসের পরিবর্তে কাজে বের হতে হচ্ছে। যা কেবল অমানবিকই নয়, জাতিসংঘের শিশু সনদ ও আইএলও কনভেনশনেরও পরিপন্থী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী ইয়েদিউরপ্পা।
প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর ভারতের বেঙ্গালুরে শুরু হয় ‘এশিয়ান সামিট অন এডুকেশন অ্যান্ড স্কিলস’ ২০২২। আজ ছিল চর দিনব্যাপী এই সামিটের শেষ দিন।
এএজে/এমএইচএস