জবি শিক্ষককে পাঠানো বেনামী চিঠিতে প্রধানমন্ত্রীকে কটাক্ষ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিল্টন বিশ্বাসকে উড়ো চিঠি দিয়ে হুমকি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এবং দেশের উন্নয়ন নিয়ে কলাম লেখায় এ হুমকি এসছে বলে মনে করছেন তিনি। এ ঘটনায় থানায় জিডি করেছেন ড. মিল্টন।
রোববার (২৯ জানুয়ারি) সকালে বিভাগের চিঠির বক্সে উড়ো চিঠিটি পাওয়া যায় বলে জানান মিল্টন বিশ্বাস।
চিঠিটির প্রেরকের নাম লেখা হয়েছে ড. হরিনারায়ণ গোস্বামী। ঠিকানা লেখা হয়েছে, প্রযত্নে ড. শিবশংকর সরকার পুরোহিত, চ্যান্সেলর বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ। এছাড়া তিনটি ফোন নম্বর উল্লেখ করা হয়েছে। সেগুলো বন্ধ পাওয়া যাচ্ছে।
চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারকে নিয়ে কটূক্তি করাসহ অশ্লীল ভাষায় গাল-মন্দ করে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করা হয়েছে। চার পাতার এই চিঠিতে প্রধানমন্ত্রীর ছবিসহ নয়টি ছবির ওপর কুরুচিপূর্ণ মন্তব্য লেখা হয়েছে। চিঠিতে ড. মিল্টন বিশ্বাসকে ‘মালাউন’ ও ‘বিশ্বাসঘাতক’ বলা হয়েছে।
এ বিষয়ে ড. মিল্টন বিশ্বাস বলেন, ডাকযোগে একটি চিঠিতে কুরুচিপূর্ণ কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করা হয়েছে। সরকারের পক্ষে কলাম লেখার কারণে আমাকে হুমকি দেওয়া হচ্ছে বলে মনে হচ্ছে।
এ ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছেন মিল্টন বিশ্বাস।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, শুনেছি একটি বেনামী চিঠি এসেছে। থানায় জানানো হয়েছে। এ বিষয়ে তদন্ত হবে।
এর আগে ২০১৪ সালেও ড. মিল্টন বিশ্বাসকে হত্যার হুমকি দিয়ে বেনামী চিঠি এসেছিল বলে জানান তিনি।
এমএল/এমএ/জেএস