এমবিবিএস ফাইনাল প্রফ পরীক্ষা শুরু ৪ এপ্রিল

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

১৬ মার্চ ২০২১, ০৫:১০ পিএম


এমবিবিএস ফাইনাল প্রফ পরীক্ষা শুরু ৪ এপ্রিল

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের কারণে স্থগিত হয়ে যাওয়া নভেম্বর ২০২০ এর নতুন সিলেবাস ও জানুয়ারি ২০২১ পুরাতন সিলেবাসের এমবিবিএস ফাইনাল প্রফেশনাল (প্রফ) পরীক্ষা আগামী ৪ এপ্রিল শুরু হবে।

মঙ্গলবার (১৬ মার্চ) স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু ইউসুফ ফকির ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এমবিবিএস ফাইনাল প্রফেশনাল ৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে। প্রত্যেক মেডিকেলের পরীক্ষা তাদের নিজ নিজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা দুপুর ২টায় শেষ হবে।

এর আগে গতকাল (১৫ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমবিবিএস ফাইনাল প্রফেশনালের নভেম্বর ২০২০ এর নতুন সিলেবাস ও জানুয়ারি ২০২১ এর পুরাতন সিলেবাসের লিখিত পরীক্ষা ৪ এপ্রিল শুরু হয়ে ১৮ মার্চ পর্যন্ত চলবে। এছাড়া অবজেক্টিভ স্ট্রাকচারড প্রাকটিক্যাল পরীক্ষা আগামী ২৫ এপ্রিল এবং ওরাল ও ব্যবহারিক পরীক্ষা আগামী ২৩ মে শুরু হবে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিশ্ববিদ্যালয়ের হিসাবরক্ষক কর্মকর্তা ও মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষকে পাঠানো হয়েছে।

টিআই/এনএফ

Link copied