এআইইউবি ও এআইটির মধ্যে নবায়ন সমঝোতা স্মারক অনুষ্ঠিত

Dhaka Post Desk

ঢাকা পোস্ট ডেস্ক

১০ মার্চ ২০২৩, ০২:৩৩ পিএম


এআইইউবি ও এআইটির মধ্যে নবায়ন সমঝোতা স্মারক অনুষ্ঠিত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এবং এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (এআইটি-থাইল্যান্ড) মধ্যে উচ্চশিক্ষা কার্যক্রমের আওতায় বিভিন্ন বিষয়ে নবায়ন সমঝোতা স্মারক (এমওইউ) অনুষ্ঠিত হয়েছে।

গত ১ মার্চ থাইল্যান্ডের এআইটি ক্যাম্পাসে এ চুক্তি স্বাক্ষর হয়।

এআইইউবি ও এআইটি ২০০৮ সাল থেকে উভয় প্রতিষ্ঠানের জন্য উচ্চ শিক্ষার উন্নয়নে কাজ করছে। এআইইউবির প্রতিনিধি দলের প্রতিনিধিত্ব করেন ড. কারমেন জেড. লামাগনা এবং এআইটির প্রতিনিধিত্ব করেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট অধ্যাপক কাজুও ইয়ামামোটো। ড. কারমেন জেড. লামাগনা এবং অধ্যাপক কাজুও ইয়ামামোটো নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে নবায়ন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। 

সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে একাধিক একাডেমিক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে বিদ্যমান সমঝোতার অধীনে নিজ নিজ প্রতিষ্ঠানের মধ্যে উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।

জেডএস

Link copied