গুচ্ছ ভর্তিতে মিনিটে ১৮০ আবেদন

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০১ এপ্রিল ২০২১, ০৯:২২ পিএম


গুচ্ছ ভর্তিতে মিনিটে ১৮০ আবেদন

ব্যাপক সাড়া ফেলেছে গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন।  বৃহস্পতিবার (১ এপ্রিল) ওয়েবসাইট উন্মুক্ত করার পর থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত প্রায় ৬০ হাজার আবেদন এসেছে। সে হিসাবে প্রতি মিনিটে ১৮০টি আবেদন জমা হয়েছে বলে সংশ্লিষ্ট মাধ্যমে জানা গেছে। 

দুপুর ১২টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নগর কার্যালয়ে এক সভায় এ ওয়েবসাইট উদ্বোধন করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষাবিষয়ক টেকনিক্যাল সাব-কমিটির একজন সদস্য বলেন, অনলাইন আবেদন শুরুর পর এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা তৈরি হয়নি। ভর্তিচ্ছুরা স্বতঃস্ফুর্তভাবে আবেদন করার সুযোগ পাচ্ছে। দুপুর ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত প্রায় ৬০ হাজার আবেদন এসেছে। সে হিসাবে প্রতি মিনিটে ১৮০টি আবেদন জমা হয়েছে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদন করতে কোনো সমস্যা দেখা দিলে নির্ধারিত পেজে অভিযোগ করার সুযোগ রাখা হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে তা সমাধান করা হবে। আবেদন করার পর ওয়ান টাইম পার্টসওয়ার্ড (ওটিপি) পেতে দেরি হলেও এ সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। 

দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনে এবার গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ভর্তিচ্ছুরা ১৫ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ওয়েবসাইটের (www.gstadmission.ac.bd) মাধ্যমে প্রাথমিক আবেদন করতে পারবেন। 
 
এনএম/ আরএইচ

Link copied