সেসিপের চূড়ান্ত সুপারিশপ্রাপ্তদের সনদ দাখিল ১৯ সেপ্টেম্বর

সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) গণবিজ্ঞপ্তির আওতায় ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে নিয়োগে সুপারিশপ্রাপ্ত ১৬৯ জনকে সনদ দাখিলের নির্দেশ দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রার্থীদের আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ১০টায় সশরীরে এনটিআরসিএ কার্যালয়ে গিয়ে সনদ দাখিল করতে হবে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) এনটিআরসিএর পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) কাজী কামরুল আহছানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ১১ জুন প্রকাশিত সেসিপ গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিবন্ধন পরীক্ষার মূল সনদ, সব শিক্ষাগত যোগ্যতার সনদের মূলকপি, মূল মার্কসশিট ও জাতীয় পরিচয়পত্রের মূলকপি নিয়ে ১৯ সেপ্টেম্বর সকাল ১০টায় এনটিআরসিএ কার্যালয়ে যাচাই কমিটির সামনে উপস্থিত হতে হবে। একই সঙ্গে সব সনদের এক কপি করে ফটোকপিও আনতে হবে। নির্ধারিত তারিখে সনদসহ কোনও প্রার্থী উপস্থিত হতে ব্যর্থ হলে তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না।
এদিকে গত ৯ আগস্ট সেসিপ গণবিজ্ঞপ্তি-২০২৩-এর আওতায় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে ট্রেড ইনস্ট্রাক্টর নিয়োগে ১৬৯ জনকে চূড়ান্ত সুপারিশ করা হয়। তাদের মধ্যে পুরুষ ১৩০ জন ও নারী ৩৯ জন। বিজ্ঞপ্তিতে ১০টি ট্রেডে শূন্য ২৪৭টি পদ থাকলেও যোগ্যপ্রার্থী না পাওয়ায় ৭৮টি পদ শূন্য থেকে যায়।
এনএম/এমএসএ