শিক্ষকের শূন্যপদ চেয়ে চাহিদাপত্র আহ্বান করলো এনটিআরসিএ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এমপিওভুক্ত শিক্ষকের শূন্যপদের চাহিদা চেয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নির্দেশনা অনুযায়ী, পরবর্তী নিয়োগ সুপারিশের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদের চাহিদা ১৯ থেকে ২৮ নভেম্বরের মধ্যে অনলাইনে জমা দিতে হবে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনটিআরসিএর পরবর্তী নিয়োগ সুপারিশের লক্ষ্যে দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রবেশ পর্যায়ের এমপিওভুক্ত শূন্যপদ অনলাইনে সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সংক্রান্ত শূন্যপদের চাহিদা আগামী ১৯ থেকে ২৮ নভেম্বরের মধ্যে অনলাইনে দাখিল করতে হবে।
এনটিআরসিএ জানায়, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে যে শূন্যপদ সৃষ্টি হয়েছে, কেবল সেগুলোর তথ্যই এবার গ্রহণ করা হবে। অনলাইনে চাহিদা দাখিলের পর পরবর্তী তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট ফি জমা দিতে হবে।
উল্লেখ্য, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) হলো শিক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যা দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্য ও দক্ষ শিক্ষক নিয়োগ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে। প্রতিষ্ঠানটি ২০০৫ সাল থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের লিখিত, মৌখিক ও প্রিলিমিনারি যাচাইয়ের মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে নিয়োগের জন্য সুপারিশ করে থাকে। নিবন্ধনের মাধ্যমে প্রার্থীদের যোগ্য শিক্ষক হিসেবে প্রত্যয়ন দেওয়া হয়।
আরএইচটি/জেডএস