শিক্ষা সচিবের রুটিন দায়িত্ব পাচ্ছেন বেলায়েত হোসেন

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টেকনোলজি এন্ড নলেজ এক্সচেঞ্জ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন শিক্ষাসচিব সোলেমান খান। তার অনুপস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্ব পাচ্ছেন অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. বেলায়েত হোসেন তালুকদার।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব সাইফুর রহমান খান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৬-২৩ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত অনুষ্ঠিতব্য টেকনোলজি এন্ড নলেজ এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোলেমান খান দক্ষিণ কোরিয়ায় অবস্থান করবেন। অবস্থানকালীন সময়ে এ বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. বেলায়েত হোসেন তালুকদার সচিবের রুটিন দায়িত্ব পালন করবেন।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়।
এমএম/এমজে