ফের দুদিন কর্মবিরতির ঘোষণা শিক্ষা ক্যাডারদের

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণসহ বিভিন্ন দাবিতে আরো দুদিনের কর্মবিরতির ঘোষণা দিয়েছে শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। এই দাবিতে তিনদিন কর্মবিরতি পালনের পর আগামী ১৭ ও ১৯ অক্টোবর ফের কর্মবিরতির কর্মসূচি দিয়েছেন তারা। কর্মসূচির দিন কলেজ ক্লাস, পরীক্ষা ও সব ধরনের প্রশাসনিক কাজ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার বিসিএস সাধারণ শিক্ষা সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত বৃহস্পতিবার তাদের তিনদিনের কর্মবিরতি শেষ হয়। নতুন করে ফের আগামী ১৭ ও ১৯ অক্টোবর এ কর্মবিরতি ঘোষণা করা হলো। তবে, আগামী ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ পালনে এদিন কর্মবিরতির বাইরে রাখা হয়েছে।
আগামী ১৭ ও ১৯ অক্টোবর দেশের সব সরকারি কলেজ, সরকারি আলিয়া মাদরাসা, সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, সব শিক্ষা বোর্ড, এনসিটিবি, নায়েম, ব্যানবেইসসহ শিক্ষাসংশ্লিষ্ট সব দপ্তর ও অধিদপ্তরে কর্মরত শিক্ষা ক্যাডার কর্মকর্তারা সর্বাত্মক কর্মবিরতি পালন করবেন। ক্লাস, অভ্যন্তরীণ পরীক্ষা, শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি, ফরম পূরণ, সব ধরনের পরীক্ষা, প্রশিক্ষণ, কর্মশালা এবং দাপ্তরিক সকল কর্মকাণ্ড কর্মবিরতির আওতায় থাকবে।
জানা গেছে, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, অর্জিত ছুটি দেওয়া এবং আনুপাতিক হারে প্রথম ও দ্বিতীয় গ্রেডসহ প্রয়োজনীয় পদসৃজন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তর অধিদপ্তরের জন্য বিসিএস সাধারণ শিক্ষা কম্পোজিশন অ্যান্ড ক্যাডার রুলস- ১৯৮০ পরিপন্থী সব নিয়োগ বিধি বাতিল, শিক্ষা ক্যাডার তফসিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহার, জেলা উপজেলায় শিক্ষা ক্যাডার পরিচালিত শিক্ষা প্রশাসন সৃষ্টি ও চাকরীর ৫ বছর পূর্তিতে ষষ্ঠ গ্রেড দেয়াসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত শিক্ষকরা গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন।
এনএম/এমএসএ