প্রকৌশলে গুচ্ছ পদ্ধতি: কোন বিশ্ববিদ্যালয়ে কত আসন

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২২ এপ্রিল ২০২১, ১১:৩২ এএম


প্রকৌশলে গুচ্ছ পদ্ধতি: কোন বিশ্ববিদ্যালয়ে কত আসন

এ বছর গুচ্ছ পদ্ধতিতে স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দেশের তিন সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়গুলোতে আগামী শনিবার (২৪ এপ্রিল) থেকে অনলাইনে আবেদন শুরু হবে।

বিশ্ববিদ্যালয়গুলো হলো- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।

জানা যায়, এবার তিন বিশ্ববিদ্যালয়ে সব মিলিয়ে মোট ৩ হাজার ২০১ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। আবেদনকারীদের ‘ক’ গ্রুপে ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং নগর উন্নয়ন ও পরিকল্পনা বিভাগে ৯০০ টাকা ফি দিয়ে প্রাথমিক আবেদন করতে হবে। ‘খ’ গ্রুপে ইঞ্জিনিয়ারিং বিভাগ, নগর উন্নয়ন ও পরিকল্পনা এবং স্থাপত্য বিভাগে এক হাজার টাকা ফি দিয়ে আবেদন করতে হবে।

বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চুয়েটে সংরক্ষিত ১১টি আসনসহ মোট ৯০১টি, কুয়েটে সংরক্ষিত ৫টি আসনসহ এক হাজার ৬৫টি এবং রুয়েটে সংরক্ষিত ৫টিসহ এক হাজার ২৩৫টি আসন রয়েছে। 

আগামী ৮ মে অনলাইনে আবেদন শেষ হওয়ার পর ২ জুন ভর্তি পরীক্ষায় যোগ্য প্রার্থীদের নামসহ কেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। এরপর ১২ জুন ‘ক’ ও ‘খ’ গ্রুপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফল প্রকাশ করা হবে ৩০ জুন।

এনএম/জেডএস

Link copied