লিডিং ইউনিভার্সিটির নতুন ভিসি ড. তাজ উদ্দিন

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির নতুন ভাইস-চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
রোববার (৯ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখার এক প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ দেওয়া হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী ড. মোহাম্মদ তাজ উদ্দিন, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, সিলেট-কে লিডিং ইউনিভার্সিটি সিলেটের ভাইস-চ্যান্সেলর পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো।
শর্তগুলো হলো- ক. ভাইস-চ্যান্সেলর পদে তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে ৪ বছর, তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন। খ. তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতনভাতা প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি ভোগ করবেন। গ. তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।
জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন এক প্রতিক্রিয়ায় বলেন, লিডিং ইউনিভার্সিটিকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে কাজ করবো। রিসার্চ বেইজড বিশ্ব বিদ্যালয় গড়ে তুলতে শিক্ষক ও শিক্ষার্থীদের যেসব সুবিধা প্রয়োজন, সেই সুবিধা চালু করা হবে। এজন্য তিনি শিক্ষক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
জেডএস