সাপ্তাহিক ছুটির দিন ১৭ ও ২৪ মে খোলা থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস

সরকারের নির্বাহী আদেশ অনুযায়ী অফিসিয়াল কাজের সুবিধার্থে আসন্ন দুটি সাপ্তাহিক ছুটির দিন—১৭ মে ও ২৪ মে, শনিবার—জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল অফিস খোলা থাকবে।
বৃহস্পতিবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দাপ্তরিক কার্যক্রম অব্যাহত রাখতে সরকারের নির্দেশ অনুসারে ছুটির দিনেও অফিস চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের আওতায় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসসহ সকল আঞ্চলিক কেন্দ্রেও অফিস খোলা থাকবে।
আরও পড়ুন
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তর প্রধানদেরও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) দপ্তরকে অফিস আদেশটি ওয়েবসাইটে প্রকাশ করতে এবং আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরকে দেশের সকল আঞ্চলিক কেন্দ্রকে বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যও অনুরোধ জানানো হয়েছে।
এর আগে, গত ৭ মে শিক্ষা মন্ত্রণালয় সব ধরনের মাধ্যমিক স্কুলকলেজ ১৭ ও ২৪ মে খোলা রাখার নির্দেশনা দিয়েছে।
আরএইচটি/এমএসএ