সাউদার্ন বিশ্ববিদ্যালয়ে প্রশাসক নিয়োগ দিলো সরকার

চট্টগ্রামের সাউদার্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৫ মে) বেসরকারি এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসক হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মো. ফারুককে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
প্রজ্ঞাপনে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ৩৫(৭) উল্লেখ করে বলা হয়েছে, চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে প্রশাসক নিয়োগ দেওয়া হলো।
আরও পড়ুন
তবে তাকে কয়েকটি শর্তে প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে– এটি একটি সাময়িক নিয়োগ এবং রাষ্ট্রপতি ও আচার্য যেকোনো সময় এ নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক বেতন ও ভাতা প্রাপ্য হবেন। একইসঙ্গে প্রশাসক হিসেবে মো. ফারুককে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক ও উন্নত করার লক্ষ্যে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করতে বলা হয়েছে। যা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সুপারিশের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর বাস্তবায়ন করতে হবে।
প্রসঙ্গত, ২০২১ সালের ১৬ মার্চ অধ্যাপক মো. মোজাম্মেল হককে সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। পরে ২০২৪ সালের ১ এপ্রিল তার মেয়াদকাল শেষ হওয়ার কথা থাকলেও তার আগেই তাকে বিশ্ববিদ্যালয় থেকে অপসারণ করা হয়। এরপর থেকে উপাচার্যের পদটি শূন্য ছিল এবং বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ উপাচার্যের রুটিন (চলতি) দায়িত্ব পালন করছিলেন।
আরএইচটি/এসএসএইচ