নর্দান ইউনিভার্সিটি ল্যাবরেটরি কলেজের পাঠদানের অনুমতি স্থগিত

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৯ জুন ২০২১, ০৯:৪১ পিএম


নর্দান ইউনিভার্সিটি ল্যাবরেটরি কলেজের পাঠদানের অনুমতি স্থগিত

ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানায় অবস্থিত নর্দান ইউনিভার্সিটি ল্যাবরেটরি কলেজের পাঠদান কার্যক্রম স্থগিত করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

বুধবার (৯ জুন) ঢাকা শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

জারি করা নির্দেশনায় বলা হয়েছে, নর্দান ইউনিভার্সিটি ল্যাবরেটরি কলেজ ২০০৬-০৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে পাঠদানের প্রাথমিক অনুমতি লাভ করে। প্রতিষ্ঠানটি কমিটির মেয়াদ ১১ এপ্রিল ২০২০ এবং স্বীকৃতি নবায়নের মেয়াদ উত্তীর্ণ হয় ২০১৬ সালের ৩ জুন। 

এ ছাড়া নর্দান ইউনিভার্সিটি ল্যাবরেটরি কলেজের শিক্ষার্থী সংখ্যা ও ফলাফল সন্তোষজনক না হওয়ায় ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে পাঠদানের অনুমতি স্থগিত করা হলো।

এনএম/এসএম

Link copied