৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশের দাবিতে স্মারকলিপি

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১০ জুন ২০২১, ০৫:৫৯ পিএম


৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশের দাবিতে স্মারকলিপি

৫৪ হাজার শিক্ষক নিয়োগে  তৃতীয় গণবিজ্ঞপ্তির ফলাফল দ্রুত প্রকাশের দাবিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) স্মারকলিপি দিয়েছে নিয়োগপ্রত্যাশীরা। বৃহস্পতিবার (১০ জুন) এনটিআরটিসি কার্যালয়ে তারা এই স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে নিয়োগপ্রত্যাশীরা বলেন, ৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফলাফল এখনও প্রকাশিত হয়নি। এজন্য নিয়োগপ্রত্যাশিরা হতাশা ও দুশ্চিন্তায় মানসিকভাবে বিপর্যস্ত। উচ্চ শিক্ষিত বেকারদের কম চিন্তা করে হলেও এত দ্রুত প্রকাশিত বিজ্ঞপ্তির ফলাফল ঘোষণা করা উচিত।

তারা আরও বলেন- প্রিলি, রিটেন ও ভাইভা পাশ করাটা কি আমাদের বিশাল অপরাধ? দ্রুত আমাদের মেধা ও পরিশ্রমের মূল্য চাই। দ্রুত ফলাফল যাই। আমরা চাই অতীত অভিজ্ঞতার আলোকে অত্যন্ত দক্ষতার সঙ্গে সব জটিলতা সমাধান করে দ্রুত ফল প্রকাশ।

এর আগে সকাল থেকে এনটিআরসিএ কার্যালয়ের সামনে অবস্থান নেন নিয়োগপ্রত্যাশীরা। তাদের দাবি, দীর্ঘদিন পর নিয়োগের গণবিজ্ঞপ্তি আসছে। এরপর গত মে মাসের মধ্যেই ফল প্রকাশের কথা থাকলেও বিভিন্ন অজুহাতে ফল বিলম্ব করা হচ্ছে। আমরা শিগগিরই ফল চাই। অন্যথায় কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তারা।

এনএম/এমএইচএস

Link copied