শুধু চাকরি নয়, সমাজ গঠনের জন্য শিক্ষিত হতে হবে

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার উদ্দেশ্য কেবল চাকরি প্রাপ্তি নয়, বরং একটি মানবিক, যুক্তিবাদী ও নৈতিক সমাজ গঠনে নিজস্ব অবস্থান তৈরি করাই এর মূল লক্ষ্য।
শনিবার (২৬ জুলাই) রাজধানীর সেনানিবাস এলাকার সেনাপ্রাঙ্গন অডিটোরিয়ামে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ১১তম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, আজকের এই দিনটি নবীন স্নাতকদের জীবনে একটি গর্বের মুহূর্ত। তবে এই অর্জনের মূল্য তখনই প্রকৃত অর্থে প্রমাণিত হবে, যখন তা সমাজ ও দেশের কল্যাণে ব্যবহৃত হবে। যে জ্ঞান ও দক্ষতা শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে অর্জন করেন, তা কেবল নিজের উন্নয়নে নয়, বরং বৃহত্তর সমাজ ও জাতির কল্যাণে ব্যবহার করতে হবে। সেই চেতনা নিয়ে এগিয়ে যেতে হবে নতুন প্রজন্মকে।
আরও পড়ুন
তিনি বলেন, বর্তমান যুগ চতুর্থ শিল্পবিপ্লবের। এ সময়ে প্রযুক্তিগত সক্ষমতা, তথ্যপ্রযুক্তি জ্ঞান এবং উদ্ভাবনী দক্ষতা ছাড়া টিকে থাকা সম্ভব নয়। তাই শুধু তত্ত্বীয় জ্ঞান নয়, শিক্ষাব্যবস্থায় যুগোপযোগী কারিকুলাম, কার্যকর পাঠদান পদ্ধতি এবং গবেষণাকে গুরুত্ব দিতে হবে।
দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়নের ওপর গুরুত্ব দিয়ে অধ্যাপক বিধান রঞ্জন বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে গবেষণার বিকল্প নেই। গবেষণাভিত্তিক শিক্ষাব্যবস্থা প্রয়োগ করে দেশের আর্থসামাজিক উন্নয়ন ঘটানো সম্ভব। একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনের জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণার দিকে মনোযোগ বাড়াতে হবে।
মানবিকতা ও মূল্যবোধসম্পন্ন শিক্ষার্থী গড়ে তোলার আহ্বান জানিয়ে উপদেষ্টা আরও বলেন, শিক্ষা শুধু তথ্য জানার বিষয় নয়। এটি নৈতিকতা, মূল্যবোধ ও নেতৃত্ব তৈরির জায়গা। শিক্ষার্থীরা যেন কেবল নিজেদের সফলতা নয়, বরং সমাজের উন্নয়নের কথা ভাবেন- এমন চেতনা নিয়ে এগোতে হবে।
তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্য তখনই বোঝা যায়, যখন তার শিক্ষার্থীরা দেশে-বিদেশে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি মানবিক চেতনায় সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। আমি বিশ্বাস করি, ইউএপির প্রতিটি স্নাতক এই চেতনায় নিজেদের গড়ে তুলবে। ডিগ্রি শুধু একাডেমিক স্বীকৃতি নয়, এটি একটি দায়িত্বপূর্ণ অঙ্গীকারের প্রতীক। আজকের এই সাফল্য যেন কেবল ব্যক্তিগত আনন্দে সীমাবদ্ধ না থাকে, বরং তা সমাজ ও দেশের অগ্রগতির সোপান হয়ে ওঠে এটাই সবার লক্ষ্য হতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএপির উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান। সমাবর্তন বক্তা ছিলেন উল্কাসেমি প্রাইভেট লিমিটেডের প্রেসিডেন্ট ও সিইও প্রকৌশলী মোহাম্মদ এনায়েতুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন মাহবুবা হক।
আরএইচটি/এমএসএ