নতুন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বকেয়া বেতন মঞ্জুরে নথি জমার নির্দেশ

নতুন সরকারিকরণকৃত মাধ্যমিক বিদ্যালয়সমূহের কর্মরত শিক্ষক-কর্মচারীদের ২০২২-২৩ অর্থবছরের বকেয়া বেতন-ভাতা প্রদানের উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ লক্ষ্যে প্রতিটি বিদ্যালয়কে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্প্রতি মাউশির সহকারী পরিচালক (বাজেট) মো. জাহাঙ্গীর আলমের সই করা এক স্মারকে জানানো হয়, সংযুক্ত তালিকায় থাকা বিদ্যালয়গুলোর ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র সংযোজনপূর্বক হার্ডকপি (৩ সেট) আকারে ফাইন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট উইং, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষাভবন, ঢাকায় পাঠাতে হবে।
আরও পড়ুন
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, প্রতিটি বিদ্যালয়ের ক্ষেত্রে ১ম বরাদ্দ অনুমোদনের অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও মাউশির জারি করা সরকারি আদেশ (জিও) সংযুক্ত করতে হবে। কিছু বিদ্যালয়ের জন্য অতিরিক্ত চাহিদা বিবরণী, সঠিক চাহিদা সংশোধন, বা অতিরিক্ত কপি জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
তালিকায় মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বাঘারপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক উচ্চ বিদ্যালয়সহ দেশের বিভিন্ন জেলার মোট অন্তত ৩০টির বেশি বিদ্যালয়ের নাম রয়েছে।
আরএইচটি/ওএফএ/এআইএস