শরণখোলায় চালু হলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র

বাগেরহাটের শরণখোলা উপজেলায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) একটি উপ-আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এতে করে এখন থেকে উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা আরও সহজলভ্য ও সময়োপযোগী হলো।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি জানানো হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
তিনি বলেন, শিক্ষা বিস্তারে বাউবি নিরলসভাবে কাজ করছে। আধুনিক পাঠ্যক্রম, কারিগরি ও ভোকেশনাল শিক্ষা, তথ্যপ্রযুক্তিনির্ভর কর্মমুখী শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করতে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। ইতোমধ্যে অনেক প্রোগ্রামের ফি হ্রাস করা হয়েছে, ধাপে ধাপে অন্য প্রোগ্রামের ফিও কমানো হবে—যাতে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও সমান সুযোগ পায়।
তিনি আরও উল্লেখ করেন, গাজীপুরে অবস্থিত মূল ক্যাম্পাস ছাড়াও বাউবি বর্তমানে দেশের ১২টি আঞ্চলিক কেন্দ্র ও ৮০টি উপ-আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। বন্ধ থাকা শরণখোলা উপ-আঞ্চলিক কেন্দ্র পুনরায় চালু হওয়ায় এখানকার মানুষের জন্য শিক্ষার নতুন দুয়ার উন্মোচিত হলো।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (পুলিশ) শেখ জয়েনুদ্দিন, ট্রেজারার ও উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক মো. আনিছুর রহমান।
আরএইচটি/এসএম