বৃত্তিতে ইংরেজি শেখার সুযোগ পাচ্ছেন কারিগরি শিক্ষার্থীরা

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত সব ডিপ্লোমা পর্যায়ের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ব্রিটিশ কাউন্সিলের ‘বিজনেস অ্যান্ড সোশ্যাল ইংলিশ’ কোর্সে অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। ১৪৪ ঘণ্টাব্যাপী এই অনুশীলনভিত্তিক কোর্সটি শিক্ষার্থীরা সম্পূর্ণ বৃত্তিতে করতে পারবেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের ‘ফিউচারনেশন’ কর্মসূচির আওতায় কোর্সটির সব ব্যয় বহন করবে সংস্থাটি।
সম্প্রতি বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীরের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ব্রিটিশ কাউন্সিলের এই কোর্সটি ১৪৪ ঘণ্টাব্যাপী, ছয়টি থিমে বিভক্ত এবং ‘অনুশীলনভিত্তিক শেখার’ পদ্ধতিতে পরিচালিত হবে। প্রতি শিক্ষার্থীর জন্য কোর্সটির ব্যয় প্রায় ২০০ মার্কিন ডলার হলেও ইউএনডিপি তা পূর্ণ বৃত্তি হিসেবে প্রদান করবে। এ বিষয়ে গত ১৮ সেপ্টেম্বর বোর্ডে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হয়, সব শিক্ষার্থীর জন্য কোর্সটি পাঠ্যক্রমে শূন্য ক্রেডিট হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন, পরিচালক (আইটিসি) মো. কামরুজ্জামান, পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী আনোয়ারুল কবীর, ডেপুটি ডিরেক্টর (এলএমডি) প্রকৌশলী শামসুল আলমসহ ইউএনডিপির প্রতিনিধিরা। ইউএনডিপির পক্ষে উপস্থিত ছিলেন নাসরিন সুলতানা, অ্যাসেসমেন্ট, কারিকুলাম ও কনটেন্ট ডেভেলপমেন্ট অ্যানালিস্ট; আমিনুর রশিদ, টেকনোলজি লিড; এবং শাকিল উদ্দিন রিমন, জুনিয়র ন্যাশনাল কনসালট্যান্ট।
ইউএনডিপি জানায়, শিক্ষার্থীদের তালিকা (নাম, রোল, রেজিস্ট্রেশন নম্বর, সেশন, ই-মেইল, ফোন ইত্যাদি) প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে সংগ্রহ করে পাঠাতে হবে। প্রতিটি প্রতিষ্ঠানে প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিনিধিদের নিয়ে একটি তত্ত্বাবধায়ক দল গঠন করা হবে, যারা কোর্স পরিচালনা, শিল্পখাতের সঙ্গে সংযোগ ও ইন্টার্নশিপের সুযোগ তৈরির কাজ দেখবে।
একইসঙ্গে কোর্সটি সম্পন্নকারী শিক্ষার্থীদের গ্লোবাল মেন্টরশিপ প্রোগ্রাম–এর আওতায়ও পর্যবেক্ষণ করা হবে বলেও জানানো হয়েছে।
আরএইচটি/এআইএস