কারিগরি ডিপ্লোমা ও এইচএসসি কোর্সে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা

২০২৫–২৬ শিক্ষাবর্ষে কারিগরি ও ভোকেশনাল শিক্ষায় ভর্তি সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। সরকার অনুমোদিত প্রতিষ্ঠানে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং দুই বছর মেয়াদি এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি) ও ডিপ্লোমা-ইন-কমার্স কোর্সে ভর্তি কার্যক্রমের অনুমোদন দিয়েছে বোর্ড।
মঙ্গলবার (৭ অক্টোবর) বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আদনানুর কবীরের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সরকার অনুমোদিত প্রতিষ্ঠানে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং দুই বছর মেয়াদি এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স শিক্ষাক্রমে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
এছাড়া, নির্দেশনা অনুযায়ী ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এসব কোর্সে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন বলেও জানানো হয়েছে।
আরএইচটি/এমজে