মাদ্রাসায় আলিমের রেজিস্ট্রেশনে সুযোগ পেলো বাদ পড়া শিক্ষার্থীরা

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের (পরীক্ষা–২০২৬) আলিমের রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ বিবেচনায় অনলাইনে রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়িয়েছে। বোর্ডের জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ইএসআইএফ পূরণের মাধ্যমে ৩০ অক্টোবরের মধ্যে সম্পন্ন করা যাবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা ও তথ্য এন্ট্রির কার্যক্রম শুরু হবে ৯ অক্টোবর থেকে এবং চলবে ২৭ অক্টোবর পর্যন্ত। এরপর ৩০ অক্টোবর পর্যন্ত তথ্য এন্ট্রি করা যাবে। যেকোনো ব্রাউজার থেকে www.ebmeb.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে প্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে ‘পেমেন্ট’ অপশন থেকে শিক্ষার্থীসংখ্যা এন্ট্রি দিয়ে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
আর ফি সিস্টেমে জমা হওয়ার পরই নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রির অপশন চালু হবে এবং সতর্কতার সঙ্গে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এখানে শুধুমাত্র বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীর তথ্য যুক্ত করা যাবে। তবে আগে এন্ট্রি করা শিক্ষার্থী ডিলেট করার সুযোগ থাকবে না।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আলিম শ্রেণির নিয়মিত শিক্ষার্থীর রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি ৬৮৫ টাকা, আর অনিয়মিত শিক্ষার্থীর ক্ষেত্রে পাঠবিরতি ফি সহ মোট ৮৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
রেজিস্ট্রেশন ফি প্রদান বা তথ্য এন্ট্রিসংক্রান্ত যেকোনো সমস্যার সমাধানে অফিস সময়ে প্রতিষ্ঠানের ইআইআইএন ভিত্তিক সিম নম্বর থেকে ০১৭১৩-০৬৮৯০৯ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আরএইচটি/এআইএস