মাউশি ডিজি অধ্যাপক আজাদ খানকে ওএসডি করল সরকার

নানা আলোচনা–সমালোচনার মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খানকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান (পরিচিতি নং ৯৮২১), যিনি বর্তমানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক (চলতি দায়িত্ব) পদে কর্মরত ছিলেন। তাকে ওএসডি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা হিসেবে বদলি ও পদায়ন করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিষয়টি সম্পর্কে জনপ্রশাসন মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, হিসাব নিয়ন্ত্রক কার্যালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে।
অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মাউশির মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে নিযুক্ত হয়েছিলেন। সম্প্রতি শিক্ষা প্রশাসনে নেওয়া কিছু সিদ্ধান্তকে ঘিরে আলোচনার প্রেক্ষাপটে তাকে সরানো হলো বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আরও পড়ুন
যদিও শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক নজিরবিহীন পদক্ষেপের পর অধ্যাপক আজাদ খান স্বাস্থ্যগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেন, যা কার্যত পদত্যাগ হিসেবেই বিবেচিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ঘটনার সূত্রপাত হয়, মহাপরিচালকের পদে অধ্যাপক আজাদ খান দায়িত্বে থাকাকালীন অবস্থায় শিক্ষা মন্ত্রণালয় একই পদে নতুন করে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। এ ঘটনায় মাউশি এবং শিক্ষা প্রশাসনের ভেতরে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই বিষয়টিকে একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার প্রতি ‘অপমানজনক আচরণ’ বলে মন্তব্য করেন। এর জের ধরেই অধ্যাপক আজাদ খান পদত্যাগের সিদ্ধান্ত নেন বলে জানা গেছে। তিনি গত ৭ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ে তার অব্যাহতির আবেদনপত্র জমা দেন।
আরএইচটি/এমএন