গাইবান্ধায় মাদ্রাসায় অবৈধ নিয়োগের অভিযোগ, শুনানিতে ডাকা হলো ১১ জনকে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডিপুর আলহাজ্ব গেন্দা মরিয়ম সিনিয়র মাদ্রাসায় মামলা চলমান থাকা অবস্থায় অধ্যক্ষ ও তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে তদন্ত শুরু করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। সেজন্য নিয়োগ বোর্ডের সভাপতি, সদস্য সচিব, শিক্ষক প্রতিনিধি, অভিভাবক সদস্যসহ সংশ্লিষ্ট মোট ১১ জনকে আগামী ২ ডিসেম্বর অধিদপ্তরের সভাকক্ষে উপস্থিত হয়ে তদন্ত কমিটির শুনানিতে অংশ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) অধিদপ্তরের সহকারী পরিচালক ড. মো. ইসমাইল হোসেনের সই করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মাদ্রাসাটিতে মো. আবুল হোসাইনকে অবৈধভাবে অধ্যক্ষ পদে নিয়োগ ও এমপিওভুক্ত করা হয়েছে– এমন অভিযোগ ডকেট নং ১৪৪২-এর মাধ্যমে অধিদপ্তরে দাখিল হয়। একইসঙ্গে ওই সময়ে আরও কিছু কর্মচারী নিয়োগও ‘অবৈধভাবে’ সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলামকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কার্য সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য নিয়োগ বোর্ডের সভাপতি আসাদুজ্জামান নূর, সদস্য সচিব মোছা. ফাতেমা বেগম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আইয়ুব আলী, অভিভাবক সদস্য জাহাংগীর আলম, শিক্ষক প্রতিনিধি মো. শফিউল ইসলাম, কো-অপ্ট সদস্য মো. মোজাম্মেল হক, দাতা সদস্য মো. শাহজালাল উদ্দিন, অভিভাবক সদস্য মো. খালেক আলী, অভিভাবক সদস্য মো. খলিলুর রহমান, সহকারী অধ্যাপক মো. বজলুর রহমান এবং এমপিওভুক্ত অধ্যক্ষ মো. আব্দুল হোসাইনকে শুনানিতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, তাদের আগামী ২ ডিসেম্বর (মঙ্গলবার) বেলা ১১টায় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে (লিফট-৮) সশরীরে উপস্থিত হয়ে তদন্ত কমিটির সামনে শুনানিতে অংশ নিতে হবে।
আরএইচটি/এসএসএইচ